• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ৫০ জুতাপেটায় রফাদফা

  সারাদেশ ডেস্ক

১৩ মে ২০২০, ১৮:৪৯
সিংড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ৫০ জুতাপেটায় রফাদফা
সিংড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ৫০ জুতাপেটায় রফাদফা

নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের চেষ্টা করে এলাকার স্থানীয় দুই যুবক। সোমবার রাত ৮টায় উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বাদ এশা এক গ্রাম্য শালিসে অপরাধীদের ৫০টা করে জুতার বাড়ি দিয়ে রফাদফা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন ও গ্রাম্য মাতবররা।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ৮টায় গোটিয়া গ্রামের এক গৃহবধূ ধান কাটা শ্রমিক ঠিক করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোটিয়া বাজারের জনৈক আব্দুস সালামের বাড়ির পাশে তাকে একা পেয়ে একই গ্রামের যুবক জিহাদ আলী ও রুবেল হোসেন মুখ চেপে ধরে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় এক পথচারী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে গ্রাম্য শালিসী জুতাপেটায় রফাদফা করেন স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ও ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সম্প্রতি যুবক জিহাদ আলীর বিরুদ্ধে এক প্রতিবন্ধী মেয়েকেও ধর্ষণের অভিযোগ আসে। পরে বিষয়টি ধামাচাপা দেয়া হয়।

ধর্ষণ চেষ্টায় শিকার ওই গৃহবধূ বলেন, অভিযুক্ত জেহাদ ও রুবেল এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতার নিকট আত্মীয়। তাই তাদের কোনো বিচার নেই। আর শুনেছি থানা পুলিশ নাকি তাদের হাতেই থাকে।

চামারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন বলেন, অভিযুক্তরা অল্প বয়সী হওয়ায় তাদের অভিভাবকদের ডেকে একটা মীমাংসা করে দেয়া হয়েছে। আর প্রাথমিকভাবে কোনো দোষ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত দুজনকে গ্রাম্য প্রধানদের পরামর্শে কিছু শাস্তিও দেয়া হয়েছে। তিনি আরো বলেন, অভিযোগকারী মহিলা একজন অ্যাবনরমাল (পাগলী)।

৭ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, স্বাক্ষী আর জবানবন্দিতে ওই ছেলেরা দোষী নয়। তারপরও যেহেতু একটা অভিযোগ এসেছে তাই সামাজিকভাবে ৫০টা করে জুতার বাড়ি আর শত লোকের মাঝে অভিযোগকারী মেয়ে ও মেয়ের বড় ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে হয়েছে। তবে তার দাবি অভিযোগকারী নারী কোনো পাগলী নয় বরং ৬ নম্বর স্বামী নিয়ে ঘর সংসার করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে প্রয়োজনী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড