• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০৮ মে ২০২০, ১৯:৫৭
ঈশ্বরদী
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। তাঁর বয়স ৫১ বছর। তিনি নাটোর সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

৩০ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে পরীক্ষার ফল পাওয়ার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি গেল বৃহস্পতিবার নাটোর থেকে ঈশ্বরদীর গ্রামের বাড়িতে ছুটিতে আসেন। আজ শুক্রবার চাঁদপুর মোল্লাপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন তিনি। তাঁর নতুন বাড়ি উদ্বোধনের জন্য আজকে ইফতার ও দোয়ার আয়োজন করে নিকট আত্মীয়স্বজনকে তিনি দাওয়াতও দেন। কিন্তু বিকাল সাড়ে ৪টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান তাঁর বাড়ির সামনে উপস্থিত হয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে তাঁর বাড়ি লকডাউন ঘোষণা করেন। সেই সঙ্গে মসজিদও লকডাউন করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ইউএনও শিহাব রায়হান বলেন, পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হবে। অন্যদিকে রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড