• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলার এজাহারভুক্ত আসামির আত্মসমর্পণ, পুলিশ বলছে গ্রেপ্তার

  তালতলী প্রতিনিধি, বরগুনা

০৭ মে ২০২০, ১২:৪৯
বরগুনা
আসামি এমাদুল

বরগুনার তালতলীতে মেয়ের সামনে মাকে গণধর্ষণ করায় ধর্ষণ চেষ্টার মামলা হওয়ায় ১নম্বর আসামি এমাদুল (৩৫) বুধবার সকালে তালতলী থানায় এসে আত্মসমর্পণ করে। পুলিশ দুপুরেই এমাদুলকে আদালতে সোপর্দ করে।

মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ ঘটনার ৮দিনের মাথায় গণমাধ্যমের সংবাদে ঘটনাটি ভাইরাল হওয়ায় পুলিশ ওই নারীকে খবর দিয়ে এনে ১৮ঘন্টা থানায় আটকে রেখে ৩০ এপ্রিল ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেন। গণধর্ষণ ঘটনাটি ধর্ষণ চেষ্টার মামলা হওয়ায় গণধর্ষণের খবরসহ ওই নারীর বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে মামলার প্রধান আসামি মোটরসাইকেল চালক জহিরুল আকনকে পটুয়াখালী র‌্যাব ৮ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।

মঙ্গলবার অপর আসামি নজরুলের আত্মসমর্পণের খবর পেয়ে পুলিশ সকিনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

এ পর্যন্ত গণধর্ষণের সাথে জড়িত ৫জনের ২জন গ্রেপ্তার ও ১জন আত্মসমর্পণ করেছে। বুধবার বাকী আসামীদের আত্মসমর্পণের কথা থাকলেও থানা পুলিশের কৃতিত্ব অর্জনের জন্য এমাদুল একাই আত্মসমর্পণ করেন। বাকীরাও আত্মসমর্পণ করবে বলে সূত্রটি জানান।

মামলার ১নম্বর আসামী এমাদুলের স্ত্রী জানান, তার স্বামী এ মামলায় আসামি হওয়ায় নিজের ভুল বুজতে পেরে বুধবার সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন। অপর ২ আসামি সোহাগ ও সাইদুলেরও থানায় আত্মসমর্পণ করার কথা রয়েছে।

এদিকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী তালতলী সার্কেল) মো. মহরম আলী ওই ভুক্তভোগী নারীকে নিয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি মো. কামরুজ্জামান জানিয়েছে, ধর্ষণ চেষ্টার মামলার ১নম্বর আসামি এমাদুলকে নিদ্রা এলাকা থেকে বুধবার ভোর রাত ৩টার দিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড