• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মির্জাগঞ্জে ১০ টাকার চালে ইউপি সদস্যের অনিয়মের অভিযোগ

  মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী

০৬ মে ২০২০, ১৯:৩০
পটুয়াখালী
ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হীরন

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা দরে চাল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এমনকি তালিকায় ওই ইউপি সদস্য এবং তার স্ত্রীর নাম অন্তর্ভুক্তির অভিযোগ পাওয়া যায়। এমনই অভিযোগ উঠেছে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হীরন মোল্লার বিরুদ্ধে।

এব্যাপারে ওই এলাকার বঞ্চিত ভুক্তভোগীরা গত ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের জন্য খাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানাযায়, খাদ্য বান্ধব কর্মসূচী (১০ টাকা দরে চাল) উপকারভোগী তালিকায় অর্থের বিনিময়ে হীরন মোল্লা তার ওয়ার্ডে কিছু সংখ্যক লোকের নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করে। এছাড়াও ওই তালিকায় হীরন মোল্লা ও তার স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করে। মো. সাইফুল ইসলাম হীরন কার্ড নং- ২৯৫ এবং তার স্ত্রী মো. মমতাজ বেগম কার্ড নং- ২৭৪।

ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হীরন বলেন, আমি কারও কাছ থেকে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নাম করে কোন টাকা নেয়নি।

উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মণ্ডল বলেন, তদন্ত করে রিপোর্ট নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে উপজেলা কর্মকর্তা মো. সরোয়ার হোসেন জানান, তদন্ত রিপোর্ট পেয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড