• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২শ ছাড়ালো

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

০৬ মে ২০২০, ১৪:৩৪
করোনা
সম্প্রতি দিঘীরপাড় বাজারের চিত্র (ছবি : সংগৃহীত)

মুন্সিগঞ্জের সদর , শ্রীনগর ও লৌহজং উপজেলায় মৃত স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪ জনে।

বুধবার (৬ মে) দুপুর ১ টার দিকে নতুন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন জানান, গত ৪ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এ ৭২ জনের নমুনা পাঠানো হয়। সেখানে ৭ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে, সদর উপজেলা ৪ জন, লৌহজং ১ জন ও শ্রীনগর উপজেলা ২ জন রয়েছে। এর মধ্যে সদরে রয়েছে মঙ্গলবার মারা যাওয়া বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬)।

এছাড়াও মাঠপাড়া এলাকার পুরুষ (৬৪), মানিকপুর এলাকার এক নারী (২৩) ও নয়াপাড়া এলাকার আরেক নারী (৫৫)।

শ্রীনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক শিশু (২) ও বেঁজগাওয় এলাকায় এক পুরুষ (৩২)। এছাড়া লৌহজং উপজেলায় এক পুরুষ (৩১) শনাক্ত হয়েছে। লৌহজংয়ে শনাক্ত ব্যক্তির ঠিকানায় রাজশাহী লেখা আছে। সে লৌহজং থেকে নমুনা দেওয়ায় তার রিপোর্ট এখানে এসেছে। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি এখানে কাজ করেন।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, নমুনার ফল আসতে দেরি হচ্ছে। নতুন রোগীরা লক্ষণ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। এছাড়াও করোনার উপসর্গ লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। যার ফলে মুন্সিগঞ্জের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা পুরনোদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন। দিনে দিনে করোনা আরও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে। কারো মধ্যে সামান্য পরিমাণে উপসর্গ দেখা দিলে অথবা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শসহ করোনা পরীক্ষা করতে হবে। নমুনা দেওয়া পাশাপাশি আইসোলেশনে থাকতে হবে। রোগীর স্বজনদেরও সচেতন হতে হবে।

তিনি মনে করেন, পরীক্ষা বেশি করা গেলে এবং নিয়মিত ফল পেলে রোগীদের সম্বন্ধে বেশি ধারণা লাভ করা যাবে। সে ক্ষেত্রে মানুষ সাবধানতা বজায় রাখতে পারবে। এজন্য মুন্সিগঞ্জে সরকারি অথবা বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে পারলে ভালো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সর্বমোট ২০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ৮২ জনসহ জেলার মোট ১২০৫ জনের নমুনা এ পাঠানো হয়। ইতোমধ্যে ৯৪০ জনের নমুনার ফল পাওয়া গেছে।

আরও পড়ুন : শেরপুরে দায়ের কোপে গৃহবধূ খুন, স্বামী আটক

এ পর্যন্ত সদর উপজেলায় ৮৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১২, সিরাজদিখান উপজেলায় ৪৪, শ্রীনগর উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় ১৭ জন এবং গজারিয়া উপজেলায় ১৯জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে সদরে পাঁচজন, টঙ্গি বাড়ীতে দুইজন ও শ্রীনগর উপজেলায় একজন করোনা সনাক্ত হওয়ার আগেই মারা যায়। তবে লৌহজং উপজেলায় দুজন করোনা নিয়ে দুজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এখন পর্যন্ত সিরাজদিখান উপজেলায় একই পরিবারের দু’জন, শ্রীনগর উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড