• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মির্জাগঞ্জে প্রথম স্কুল শিক্ষক করোনা আক্রান্ত

  মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী

০৬ মে ২০২০, ১১:৩৩
করোনা
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথম এক স্কুল শিক্ষক করোনাভাইরা‌সে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাতে পটুয়াখালী সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।

তিনি জানান, গত সোমবার সকালে ওই নারী ও তার স্বামী এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলোনা। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার সকালে ওই নারীর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। ওই নারীকে বাসায় সম্পূর্ণ আলাদা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল ওই এলাকায় যেয়ে তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন : টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, এ ব্যাপা‌রে খবর পেয়েছি। নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড