• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে ধান কাটতে কৃষককে অর্থ সহযোগিতা

  সারাদেশ ডেস্ক

০৫ মে ২০২০, ২১:৪৯
রাজবাড়ীতে ধান কাটতে কৃষককে অর্থ সহযোগিতা
রাজবাড়ীতে ধান কাটতে কৃষককে অর্থ সহযোগিতা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতা কর্মীরা। এই কৃষকের আরো তিন বিঘা জমির ধান কাটার জন্য পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য করেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নূরে আলম সিদ্দিকী হক।

মঙ্গলবার সকাল থেকে কৃষক নিজাম শেখের ক্ষেতের ধান কাটা শুরু করেন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে এসে যোগ দেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক। সবাই মিলে কৃষক নিজাম শেখের দুই বিঘা জমির ধান কেটে দেন তারা। ধান কাটার কাজে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মমিন শেখ, সদস্য সচিব হাবিবুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

কৃষক নিজাম শেখ বলেন, আমার আরো তিন বিঘা জমিতে ধান রয়েছে। সেই ধান কাটার জন্য নুরে আলম সিদ্দিকী হক আমার শ্রমিকের টাকা দিয়েছেন।

নুরে আলম সিদ্দিকী বলেন, কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারলে সেখানে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেবেন। আর কোনো কৃষক এই দুর্যোগকালে অর্থের অভাবে ধান কাটতে না পারলে তাদের শ্রমিকের খরচের টাকা দেয়া হবে। এই সময়ে কৃষকের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড