• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  সারাদেশ ডেস্ক

০৫ মে ২০২০, ১৯:২০
বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৫ মে) সকালে নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার তিন শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আশুলিয়ার আদিয়াত অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষ মার্চ মাসের বেতন বকেয়া রেখেই ২৮ মার্চ কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর হঠাৎ করেই কয়েকদিন আগে জুন মাসের ১ তারিখ পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এরই প্রতিবাদে সকালে ওই কারখানার তিন শতাধিক শ্রমিক জড়ো হন। পরে তারা কারখানার মূল ফটকের ভেতরে প্রবেশ করে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ শেষে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান বলেন, 'খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগামী ১০ তারিখের মধ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের কথা জানানো হয়। এছাড়াও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।'

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড