• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

  নড়াইল প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২০, ১৪:১৬
নড়াইল
কৃষকের ধানক্ষেতে ছাত্রলীগের নেতাকর্মীরা (ছবি : সংগৃহীত)

করোনা প্রাদুর্ভাবের পর থেকেই নড়াইলের লোহাগড়ায় কৃষি শ্রমিক কমেছে। বেড়েছে শ্রমিকের দাম। তাই বিপদে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে গিয়ে স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম ও লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে ২৫ জন নেতাকর্মী দোয়া মল্লিকপুর গ্রামের অসহায় এক কৃষকের ধান কেটে মহতি এ কার্যক্রম শুরু করেন।

দোয়া মল্লিকপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর শেখ ও মিলন বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের পর থেকেই ধানকাটা শ্রমিকের সংকট পড়েছে। মাঠভরা পাঁকা ধান। শ্রমিক পাওয়া গেলেও কৃষাণ মূল্য অনেক বেশি। এত টাকা দিয়ে ধান কাটানোও সম্ভব নয়। তাই ছাত্রলীগকে জানিয়েছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের প্রায় এক একর জমির ধান বিনাপয়সায় কেটে দিয়ে গেছে। আমরা অনেক উপকৃত হয়েছি।’

আরও পড়ুন : দাম্পত্য কলহের বলি নয় মাসের মাহমুদুল্লাহ

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষক অর্থ সংকটে রয়েছে। ধানকাটা শ্রমিকের যেমন অভাব, তেমনি শ্রমিকের মূল্যও বেশি। যে সব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে আমরা সেসব কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগিতা করছি। নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম কৃষকের পাশে থাকতে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড