• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

  জয়পুরহাট প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২০, ১১:১৬
জয়পুরহাট
নষ্ট হওয়া ক্ষেতের জমি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামের বেলাল হোসেন নামের এক কৃষকের এক বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো- একই গ্রামের মৃত মোয়াজ্জেমের হোসেনের দুই ছেলে গোলাম মোস্তফা ও গোলাম কিবরিয়া।

এ বিষয়ে ভুক্তভোগী বেলাল হোসেন বাদী হয়ে অভিযুক্ত দু’জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যার দিকে মৃত মোয়াজ্জেমের হোসেনের দুই ছেলে গোলাম মোস্তফা ও গোলাম কিবরিয়া মিলে মেশিন দিয়ে বিষাক্ত ঔষধ দিয়ে স্প্রে করে কৃষক বেলাল হোসেনের এক বিঘা জমির বোরো ধান নষ্ট করে ফেলে। পরের দিন সকালে বেলাল মিয়া জমিতে গিয়ে দেখে তার জমির ধান সব পুরে গিয়ে সাদা আকার ধারণ করেছে।

বেলাল হোসেন বলেন, তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, সেই শক্রতার জেরে আমার জমির ধান নষ্ট করে ফেলেছে। আমি একজন গরিব কৃষক, অনেক কষ্ট করে এই জমিতে ধান চাষ করেছি। এতে আমার প্রায় ২৫/৩০হাজার টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমি তাদের শক্র হতে পারি, কিন্তু আমার জমির ফসল কি ক্ষতি করেছে তাদের। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, জমির ফসল নষ্ট করা চরম অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্ত দু’জনের সাথে ফোনে কথা হলে গোলাম মোস্তফা ও গোলাম কিবরিয়া জানান, এই জমিটি নিয়ে গত কয়েক বছর ধরে আমাদের সাথে মামলা চলছে তাই তারা নিজেরাই জমির ধান নষ্ট করে আমাকে ফাঁসানো চেষ্টা করছে। আর জমিতে বিষ দেওয়ার সাথে কোন ভাবেই তারা সম্পৃক্ত নয় বলেও জানান তারা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড