• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকাতিকালে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় ওসি প্রত্যাহার

  ফেনী প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২০, ১০:১৭
ফেনী
সোনাগাজী থানা

ফেনীর সোনাগাজীতে ডাকাতি করতে গিয়ে ঘরে স্বর্ণালংকার না পেয়ে এক চা দোকানীর মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে (১৬) ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ায় মডেল থানার ওসি মো. মঈন উদ্দিন আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র আরো জানায়, সোনাগাজী মডেল থানার নতুন ওসি হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি ফেনী মডেল থার ওসি (তদন্ত) ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটের পাশে বিষ্ণুপুর এলাকায় এক ব্যবসায়ীর ভাড়া বাসায় হানা দেয় ৮-৯ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙ্গে ভেতরে ঢুকে কাপড় দিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় ঘরে সামান্য টাকা ছাড়া স্বর্ণালংকার না পেয়ে ডাকাতদলের এক সদস্য ওই ব্যবসায়ীর মেয়েকে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সোনাগাজী মডেল থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড