• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউন মৌলভীবাজার

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

১৩ এপ্রিল ২০২০, ১৮:২২
মৌলভীবাজার
ছবি : সংগৃহীত

নভেল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন তার কার্যালয়ে জেলাকে লকডাউনের ঘোষণা প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সনের আইন, ৬১ নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তায় জেলাকে লকডাউন ঘোষণা করা হল। সোমবার বিকেল ৫ টা থেকে লকডাউনের আদেশ কার্যকর করা হবে। লকডাউন চলাকালে এ জেলা থেকে অন্য জেলায় কেউ প্রবেশ ও প্রস্থান করতে পারবেন না।

নাজিয়া শিরিন আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে প্রবেশ ও গমন করতে পারবেন না। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্য সরবরাহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক জনসাধারণদের হুশিয়ার করে দেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড