• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘পুলিশ দেখে ডরাইছিলাম, পরে ডেকে নিয়ে খাবার দিছে’

  শেরপুর প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২০, ১২:৫৯
শেরপুর
খাদ্য সামগ্রী বিতরণ (ছবি : সংগৃহীত)

‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে, জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে’ স্লোগানে শেরপুরে রাস্তায় ও বিভিন্ন হাট-বাজারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে করোনা সংক্রমণ রোধে এভাবেই খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম রাস্তায় যানবাহন পেলেই তাকে দাঁড় করিয়ে খাদ্যসামগ্রী তুলে দেন এবং আপাতত রাস্তায় বের হতে নিষেধ করেন। এদিন এসপি শেরপুর সদরের কুসুমহাটি, নন্দির বাজার, মুন্সীর চর বাজার, চৌধুরীবাড়ি এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও মাঠে কৃষকদের ডেকে এনে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

খাদ্যসামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন শেরপুর জেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। এদিকে করোনা সংক্রমণ রোধে শেরপুর জেলা পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন : করিমগঞ্জে মৃত ব্যবসায়ীর করোনা পজিটিভ, দুই ইউনিয়ন লকডাউন

খাদ্যসামগ্রী পেয়ে কুসুমহাটি এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম, নন্দির বাজারের অজুফা বেগম বলেন, ‘আমরা প্রথমে পুলিশ দেখে ডরাইছিলাম, পরে আমাদের ডেকে নিয়ে খাবার দিছে স্যার। আমরা খুব খুশি। আমাদের খাবার দিয়ে বুঝাইছে আমরা যেনো রাস্তায় বের না হই।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড