• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০৭ এপ্রিল ২০২০, ১১:৩৩
ঈশ্বরদী
বোমাসদৃশ

ঈশ্বরদীতে একটি বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু রেখে যাওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছুটে যান।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ প্রশাসন বলেন, মঙ্গলবার (০৭ এপ্রিল) ভোরে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজি পাড়া এলাকার শফিকুল ইসলামের বাড়ির রাস্তার প্রবেশ পথের মুখে কে বা কারা একটি প্যাকেট মোড়ানো বোমাসদৃশ বস্তু রেখে যায়। এটির সঙ্গে ব্যাটারি সংযোগ দেওয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, পাকশী পুলিশ ফাঁড়ি পরিদর্শক (ইনচার্জ) শহিদুল ইসলাম, রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তীসহ ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা ওই সড়ক দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করে দেন। তবে সেটি বোমা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওই এলাকার বাসিন্দা মো. একরাম হোসেন বলেন, এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে কেউ এমন করতে পারে।

পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, করোনা মোকাবিলায় ২৬ মার্চ থেকে সারা দেশে চলছে সাধারণ ছুটি। এ অবস্থায় আতঙ্ক ছড়ানোর জন্যই কেউ এমন করেছে বলে মনে হচ্ছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানায়, গেল বছরের ৮ জুন প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চারদিন আগে পেট্রোল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ তাঁর বাড়ির সামনে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির বলেন, বোমা সদৃশ একটি বস্তু দেখা যাচ্ছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নিশ্চিত করতে পারবেন এটি আসলে বোমা কিনা। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড