• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফোন পেয়েই খাবার নিয়ে ছুটে গেলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

  বরিশাল প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২০, ১৫:১৫
বরিশাল
রুবি আক্তারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি

প্রাণঘাতী করোনাভাইরাসে অসহায়-দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিয়েছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। শুক্রবার তিনি বরিশালে তার নির্বাচনী এলাকায় দুটি মোবাইল নম্বর দিয়েছিলেন ত্রাণ পেতে যোগাযোগ করার জন্য। মসজিদে মসজিদে জুম্মার বয়ানে ওই দুটি নাম্বার জানিয়েও দেয়া হয়। ওই নম্বরে ফোন দিয়েছিলেন সদর উপজেলার দুর্গম ইউনিয়ন টুঙ্গিবাড়িয়ার সিংহেরকাঠী গ্রামের রুবি আক্তার।

শনিবার (৪ এপ্রিল) ফোন পেয়ে ত্রাণ নিয়ে আড়িয়াল খাঁ নদের তীরবর্তী সিংহের কাঠি গ্রামের সেই রুবি আক্তারের বাড়িতে পৌঁছে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। সেখানে গিয়ে তিনি রুবি আক্তারের হাতে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। একই সাথে প্রতিমন্ত্রী তাকে এ নির্দেশনা দেন যেন করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থান করেন।

কেবল রুবি আক্তারই নন শনিবার চরকাউয়া ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব) জাহিদ ফারুক শামীম এমপি। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে তার নির্বাচনী এলাকার সকল মানুষকে ঘরে অবস্থান নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীকে ইতোমধ্যেই এ ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাক্স পৌঁছে দেয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে যারা খেতে পারে না, অসহায় তারা ফোনে অবহিত করলেই ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। এরই প্রেক্ষিতে তিনি দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, তার নির্বাচনী এলাকা বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ১০ ইউনিয়নে যারা অসহায় রয়েছেন তারা সকলেই ঘরে বসে খাবার পেয়ে যাবেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড