• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গফরগাঁওয়ের ধর্ষণ ও হত্যা মামলার তৃতীয় আসামিকে গ্রেপ্তার

  ময়মনসিংহ প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২০, ১২:৫৬
মযমনসিংহ
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম

মযমনসিংহে গফরগাঁও উপজেলার আলোচিত পাড়াভরাট এলাকার এক যুবতীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি আরিফুল ইসলামকে (১৮)কে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে ও সে মাদ্রাসা ছাত্র।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম।

এর আগে, গত ২৩ মার্চ রাতে গফরগাঁওয়ের আলোচিত তাকমিন (২০) নামে যুবতী প্রেমিকাকে গভীর রাতে মোবাইলে ডেকে এনে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। পরদিন মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে ২৬ মার্চ মাহাফুজুর রহমান ইছামুদ্দীন (১৮) এবং ২৯ মার্চ সেই প্রেমিক প্রধান আসামি মুয়াজ্জিন আশিকুল হক (২৩)কে গ্রেফতার করে পুলিশ। পরে এ দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আরিফুল ইসলামকে (১৮)কে গ্রেপ্তার করা হয়।

গফরগাঁও উপজেলার আলোচিত পাড়াভরাট এলাকার এক যুবতীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি আরিফুল ইসলামকে (১৮)কে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে ও সে মাদ্রাসা ছাত্র।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে র‌্যাব-১৪ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম।

এর আগে, গত ২৩ মার্চ রাতে গফরগাঁওয়ের আলোচিত তাকমিন (২০) নামে যুবতী প্রেমিকাকে গভীর রাতে মোবাইলে ডেকে এনে ধর্ষণের পর হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। পরদিন মরদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হলে ২৬ মার্চ মাহাফুজুর রহমান ইছামুদ্দীন (১৮) এবং ২৯ মার্চ সেই প্রেমিক প্রধান আসামি মুয়াজ্জিন আশিকুল হক (২৩)কে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে আরিফুল ইসলামকে (১৮)কে গ্রেপ্তার করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড