• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে খাদ্য সহায়তা দিয়ে অসহায়দের পাশে ‘মান্দারী ক্লাব’

  লক্ষ্মীপুর প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, ১২:০৫
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে খাদ্য সহায়তা দিয়ে অসহায়দের পাশে ‘মান্দারী ক্লাব’

লক্ষ্মীপুর সদর উপজেলায় খাদ্য সহায়তা দিয়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে ‘মান্দারী ক্লাব’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ক্লাব প্রাঙ্গণে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীনদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও এ কর্মসূচির মাধ্যমে মান্দারী ক্লাবের সদস্যরা উপজেলার মান্দারী বাজারসহ পার্শ্ববর্তী এলাকার হতদরিদ্র শতাধিক পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

খাদ্যসামগ্রী তালিকায় প্রতিটি পরিবারের জন্য রয়েছে- ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মটর ডাল, সয়াবিন তেল ও সাবান।

মান্দারী ক্লাবের পক্ষ থেকে অসহায়দের হাতে হাতে খাদ্যসামগ্রী তুলে দেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি ও মান্দারী ক্লাবের উপদেষ্টা সামছুদ্দিন সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, মান্দারী ক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক জাহিদুর রহিম প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন- করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মোতাবেক সকল শ্রেণি পেশার মানুষের নিরাপদে ঘরে অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু ঘরে বসে থাকলে তো দিনমজুর, রিকশাচালক ও ভিক্ষুকসহ হতদরিদ্র পরিবার গুলো না খেয়ে থাকতে হচ্ছে। তাই মান্দারী ক্লাবের পক্ষ থেকে সদস্যদের সাধ্যমত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়ে অসহায়দের ঘরে থাকা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পর থেকেই জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মান্দারী ক্লাব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড