• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্গম পাহাড়ি পল্লীগুলোতে মাস্ক ব্যবহার ও সচেতনতা

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

৩০ মার্চ ২০২০, ১৩:৩৬
কাপ্তাই
আশিউর্ধ্বে এক বৃদ্ধ মাস্ক পড়ে কেনাকাটা করতে আসছে (ছবি দৈনিক অধিকার)

মৃত্যু ও ভয় সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সারা বিশ্বে প্রতিটি দেশে যখন মরনব্যাধি করোনা ভাইরাস সংক্রামণে প্রতিদিন মৃত্যুর মিছিল ভারি হচ্ছে। তথাপি বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় এ ভয় ও আতঙ্ক প্রতিটি মুহূর্তে রাত যাপন করছে মানুষ। রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি পল্লীতেও এ করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। আশিউর্ধ্বে তথা আবলা বৃদ্ধদের মধ্যেও দেখা যায় মাস্ক পড়ে কেনাকাটা ও সংসারের টুকি-টাকি কাজ সেরে নিচ্ছে। এদিকে কয়েকটি পাহাড়ি পল্লীতে শিশু, মহিলা, যুবকদেরও দেখা যায় তারাও সচেতনতামূলক সরকারের বার্তা এবং এ ভাইরাস হতে মুক্ত থাকতে মুখে মাস্ক পড়ছে। সেই সাথে বাসায় সাবান দিয়ে হাত পরিষ্কার করছে।

কাপ্তাই উপজেলার হরিনছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি পল্লীর আশিউর্ধ্বে মংসুচাইন মারমা নিকট জানাতে যাওয়া হল কেন মাস্ক পড়ছেন, জবাবে বলেন- এখন ভাইরাসে সকলে মারা যাচ্ছে তাই পরি। এছাড়া সরকার তথা সকলে বলছে মাস্ক পড়লে এবং সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে এ ভাইরাস হতে রক্ষা পাওয়া যাবে আর না হয় মরা যেতে হবে।

রাইখংক পাড়ার সত্তর ঊর্ধ্বে উচেচিং চাকমা বলেন, আমরা যদি এ নিয়ম মেনে চলি তাহলে কঠিন এ রোগ হতে রক্ষা পাব তাই মাস্ক পড়ছি।

কাপ্তাই ইউনিয়নের হরিনছড়া এলাকার ইউপি সদস্য নবীন মেম্বার বলেন,সরকার হতে আমাদের পাহাড়ি পল্লীগুলোতে এ ব্যবহার সকলের নিকট পৌঁছে দিতে বলেছে। আমরাও পাড়ায়, পাড়ায় বলে দিয়েছি তাই সবাই মাস্ক ব্যবহার করে। এর মধ্যে অনেকই আবার এর ব্যবহার সম্পর্কে কিছুই জানেনা বলেন উল্লেখ করেন।

এদিকে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন,আমরা প্রতিনিয়ত এ ভাইরাস হতে রক্ষা পেতে কি কি করনিয় সকল ইউপি সদস্য তথা পাহাড়ি পল্লীর ইউপি সদস্যদের বলে দিয়েছি।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল জানান, ইতোমধ্যে সরকারের বার্তা আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। এ ছাড়া বিভিন্ন এলাকায় সচেতনমূলক বিভিন্ন, লিফলেট, মাইকিংসহ কর্মহীন লোকদের সহযোগিতা করার কথা উল্লেখ করেন। তবে এ ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা ফিরে এলে আমরা এ কঠিনব্যাধী করোনা ভাইরাস হতে রক্ষা পাব বলে উল্লেখ করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড