• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আতঙ্ক : মেহেরপুরে মালয়েশিয়াফেরত ব্যক্তির মৃত্যু

  মেহেরপুর প্রতিনিধি

২৩ মার্চ ২০২০, ২২:১৫
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : ফাইল ফটো)

মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়ায় মঙ্গল হোসেন (৪৯) নামে এক মালয়েশিয়া প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় করোনা আতঙ্কে মরদেহ দেখাসহ গোসল ও জানাজায় অংশ নিতে সংকোচ বোধ করতে দেখা গিয়েছে।

জানা যায়, এলাকাবাসী আতঙ্কিত হয়ে মরদেহের গোসল করাতে অস্বীকৃতি করলে পরে মৃত ব্যক্তির ছেলে জাহাঙ্গীর হোসেন ও তার এক নিকটাত্মীয় মৃতদেহের গোসল করায়।

এ সময় সেখানে সব মিলিয়ে জন দশেক মানুষ ছিলেন। পরে অল্পসংখ্যক মানুষ জানাজায় অংশ নেয়।

মঙ্গল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সকালে মাঠে কাজ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হওয়ার খবর পেলে আমরা তাকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

তিনি আরও জানান, ১৫ দিন আগে তিনে মালয়েশিয়া থেকে আসলেও তার জ্বর, সর্দি বা ঠান্ডাজনিত কোনো সমস্যা ছিল না।

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সউদ কবীর জানান, প্রবাসফেরত ওই ব্যক্তি হাসপাতালে আনার আগেই হার্ট অ্যাটাকে মারা গেছেন।

আরও পড়ুন : আমতলী হাসপাতালের পিপিই কেনার জন্য অনুদান প্রদান

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মৃত্যুর খবরে এলাকাবাসী আতঙ্কিত হওয়ার কারণে আমরা আইইডিসিআর-এর সঙ্গে যোগাযোগ করে মৃত ব্যক্তির অসুস্থতার উপসর্গ তুলে ধরলে তারা এটিকে হার্ট অ্যাটাকে মৃত বলে নিশ্চিত করেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড