• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে সড়কে ঝরল নারী শ্রমিকের প্রাণ

  গাজীপুর প্রতিনিধি

২২ মার্চ ২০২০, ০০:৩০
অটোরিকশা
বেপরোয়া গতিতে ছুটে আসা অটোরিকশার নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয় (ফাইল ছবি)

বেপরোয়া গতিতে ছুটে আসা অটোরিকশার নিচে চাপা পড়ে গাজীপুরে কল্পনা আক্তার (৩৭) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ‘মিতা টেক্সটাইল’ গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কল্পনা আক্তার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার খানপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী। তিনি মাওনা চৌরাস্তা এলাকার জনৈক মোজাম্মেলের বাড়িতে ভাড়া থেকে মাস্টারবাড়ি এলাকার ‘ডেনিম্যাক লিমিটেড’ নামক একটি কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার বিকালে কারখানা ছুটির পর সহকর্মীদের সঙ্গে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কল্পনা। পথিমধ্যে ‘মিতা টেক্সটাইলের’ গেইট সংলগ্ন স্থানে পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে অটোরিকশার চাকার নিচে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত কল্পনা আক্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মঈনুল আতিক দৈনিক অধিকারকে বলেন, ‘ওই নারীর মাথার পেছনে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড