• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২১ মার্চ ২০২০, ২০:৩৩
বাজার মনিটরিং
কুলাউড়ায় বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ প্রশাসন (ছবি : দৈনিক অধিকার)

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত ১১ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এ প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কের সুযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে পুলিশ প্রশাসন।

শনিবার (২১ মার্চ) উপজেলার ব্রাম্মণবাজার ও রবিরবাজার এলাকায় খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন আভিযানিক টিম।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের নির্দেশে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এবং ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ সংলিষ্ট পুলিশ ফোর্স বাজার মনিটরিং করেন।

এ সময় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর হ্যান্ড মাইকয়ের মাধ্যমে চাল-পেঁয়াজের বাজারসহ সকল ব্যবসায়ীকে সঠিক দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরামর্শ দেন। বাজার যাতে স্থিতিশীল থাকে তাই বাজার মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ছবি ও বাড়িঘর ভাঙচুর, কারাগারে ছাত্রলীগ নেতা

এ সময় তিনি ব্যবসায়ীদের সাবধান করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড