• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

  টাঙ্গাইল প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১৭:১৬
কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী নবীনকে ৬ মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ডে দণ্ডিত করেন (প্রতীকী ছবি)

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাদকসেবী ছেলে নবীনকে (৩০) পুলিশের কাছে সোপর্দ করেছেন তার বাবা।

পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাদকাসক্ত নবীনকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।

কারাদণ্ডে দণ্ডিত নবীন উপজেলার শিয়ালকোল গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।

নবীনের বাবা সাজেদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। সে নেশা করার টাকা না পেলে বাবা-মাকে নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করত। একপর্যায়ে বাধ্য হয়ে ছেলের অত্যাচার থেকে রক্ষা পেতে শনিবার দুপুরে তাকে পুলিশের কাছে সোপর্দ করি। পরে পুলিশ নবীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করেন।’

আরও পড়ুন : নামাজরত অবস্থায় ছেলের এলোপাতাড়ি কোপে জীবন গেল মায়ের

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন দৈনিক অধিকারকে জানান, মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের জেল-জরিমানা করা হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড