• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিরোজপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

  পিরোজপুর প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১৫:৪২
আহত
আহত কলেজ ছাত্র তানভীর খান (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরে তানভীর খান (২৫) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে জেলা সদর হাসপাতালের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত কলেজছাত্র তানভীর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের ইলিয়াস খানের ছেলে। সে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন তানভীর খান জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে শত্রুতার জের ধরে ১০ থেকে ১৫ জন লোক দুপুরে হাসপাতালের সামনে অবস্থিত তাদের খাবার হোটেলের ভেতরে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে ভাঙচুর ঠেকাতে এগিয়ে গেলে তারা ধারাল অন্ত্র দিয়ে তানভীরের মাথায় কোপ দেয়। সবশেষে দোকানের ক্যাশবাক্স থেকে টাকা লুটপাট করে পালিয়ে যায়। একপর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মী জানায়, শুক্রবার (২০ মার্চ) রাতে ছাত্রলীগের দুইজনকে কুপিয়ে আহত করা হয়। সেই ঘটনায় আহতদের অভিযোগ তানভীরের ভাই সাব্বিরের নেতৃত্বেই তাদের ওপর হামলা করা হয়েছিল। এরই জেরে পাল্টা হামলার ঘটনায় আহত হন তানভীর।

এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান বলেন, ‘আহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাত আছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

আরও পড়ুন : সর্দি-জ্বরে আক্রান্ত একজনকে নাটোর থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড