• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাম বেশি রাখায় ৯ ব্যবসায়ীকে জরিমানা

  সাতক্ষীরা প্রতিনিধি

২১ মার্চ ২০২০, ১৫:৪২
অভিযান
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান (ছবি : দৈনিক অধিকার)

করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য উচ্চমূল্যে বিক্রি করে বাজার অস্থিতিশীল করে তোলা, কৃত্রিম সংকট সৃষ্টি করা ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয় ব্যবসায়ীকে এক লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত ৯ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

জানা গেছে, দুপুরে শহরের সুলতানপুর বড়বাজারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পাইকারি কাঁচামাল ব্যবসায়ী মেসার্স রনি ভাণ্ডারের মালিক আবদুল গফফরকে ভুয়া ভাউচার বানিয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে ৫০ হাজার টাকা ও খুচরা কাঁচামাল ব্যবসায়ী ইশার আলীকে বেশি দামে কাঁচা পণ্য বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর উপজেলা ঝাউডাঙ্গা বাজারের দুই কাঁচামাল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : হুন্ডি কারবারির দেহে ডলারের ছড়াছড়ি

এ দিকে, তালা উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশমাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছিল বলে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড