• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বি‌দেশ ফেরত ৩ হাজার ব্য‌ক্তিকে খুঁজ‌ছে স্বাস্থ্য বিভাগ

  অধিকার ডেস্ক

১৯ মার্চ ২০২০, ২৩:০৩
ব্রিফিং
শরীয়তপুর সি‌ভিল সার্জনের পক্ষ থে‌কে প্রেস ব্রিফিং (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিদেশ ফেরত দুই হাজার ৮৩৮ জনকে খুঁজছে স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টাইন বাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা।

স্বাস্থ্য বিভাগ জানায়, ইমি‌গ্রেশনের তালিকা অনুযায়ী গত ২৮ ফেব্রুয়া‌রি থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশ ফেরা দুই হাজার ৮৩৮ জন শরীয়তপু‌র জেলার। কিন্তু শরীয়তপুর স্বাস্থ্য বিভাগের হি‌সে‌বে হোম কোয়া‌রেন্টাইনের আওতায় এসে‌ছেন ৩৬৩ জন। বা‌কি‌দের হ‌দিস মিল‌ছে না।

বৃহস্প‌তিবার (১৯ মার্চ) বি‌কাল শরীয়তপুর সি‌ভিল সার্জনের পক্ষ থে‌কে ক‌রোনা ভাইরা‌সের (কো‌ভিড-১৯) প্রাদুর্ভাব রো‌ধে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান সি‌ভিল সার্জন কার্যাল‌য়ের মে‌ডি‌কেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর র‌শিদ।

তিনি জানান, এ পর্যন্ত তিনশ ৬৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে ১৪ দিন পার হওয়ার পর ৮১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন। এর ফলে শরীয়তপুরে হোম কোয়ারান্টাইনে আছেন ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন ক‌রে যুক্ত হ‌য়ে‌ছেন ৪৬ জন।

তবে প্র‌াতিষ্ঠা‌নিকভা‌বে আইসোলেশন ওয়া‌র্ড বা হোম কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত কাউ‌কে রাখা হয়‌নি।

আরও পড়ুন : কোয়ারেন্টাইন না মানায় গণধোলাই খেলেন প্রবাসী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপ‌জেলা স্বাস্থ্য প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন, সি‌ভিল সার্জন অফি‌সের মে‌ডি‌কেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া, মে‌ডি‌কেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুর র‌শিদসহ অনেকে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড