• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

শার্শায় ১৮ জন হোম কোয়ারেন্টাইনে

  শার্শা প্রতিনিধি, যশোর

১৯ মার্চ ২০২০, ১৯:৩২
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : ফাইল ফটো)

যশোরের শার্শায় বিভিন্ন দেশ থেকে আসা ১৮ ব্যক্তিকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদের মধ্যে আমেরিকা থেকে ৩ জন, ইতালি, সিঙ্গাপুর, সৌদি আরব ও ওমান থেকে এসেছেন একজন করে মোট চারজন, মালয়েশিয়া থেকে ৩ জন ও ভারত থেকে ৮ জনসহ মোট ১৮ জনের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বিদেশ থেকে আসার পর এরা বাড়িতে অবস্থান না করে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করছিল। এতে স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। পরে তাদের বাইরে ঘোরাফেরা না করার জন্য কঠোর নির্দেশনা দিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ দিকে ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিরা চোরাই পথে গোপনে ফিরছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এরা ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করত। এরা অনেকেই ফিরে এসে এলাকায় ঘোরাঘুরি করছেন এমনটি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল জানান, বিদেশ থেকে ফিরে আসা ১৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

ভারত থেকে ফেরত আসাদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রশাসনকে অবহিত করার জন্য ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ দিকে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা নিয়মকানুন না মেনে বাড়ির সামনে ঘোরাঘুরি করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড