• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে ৫০, মোট ৮৭

  সাতক্ষীরা প্রতিনিধি

১৯ মার্চ ২০২০, ১৫:৪৯
সাতক্ষীরা
ছবি : সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় বিদেশফেরত আরও ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টা অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

এ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরায় বিদেশফেরত মোট ৮৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ দিকে, শহরের কামালনগরের মালদ্বীপ প্রবাসী কামরুজ্জামান নামের এক যুবক হোম কোয়ারেন্টাইন না মেনে বাহিরে ঘোরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন তাকে এ জরিমানাসহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

অপরদিকে, শ্যামনগরের কুয়েত প্রবাসী রঞ্জু ইসলামকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ দিকে, জেলা প্রশাসন করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে দফায় দফায় জরুরি সভা করছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তারা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সাতক্ষীরায় এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোনো রোগী পাওয়া যায়নি।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড