• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্দেশ অমান্য করে সিরাজগঞ্জে স্কুল খোলা

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৮ মার্চ ২০২০, ১৫:৪৮
চলছে
সলঙ্গার ধুবিল মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ে কার্যক্রম চলছে (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে সিরাজগঞ্জে স্কুলে পাঠদান চালু রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়ছে।

বুধবার (১৮ মার্চ) রায়গঞ্জ উপজেলার সলঙ্গার ধুবিল মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। সকালে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীরা জানান, ক্লাসে আসতে বাধ্য করা হয়েছে তাদের। স্কুলে অনুপস্থিত থাকলে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এমন হুমকির মুখে স্কুলে আসতে হয়েছে তাদের। এ সময় স্কুলে গিয়ে দেখা যায় সকল শিক্ষক উপস্থিত আছেন।

খোলা রাখার বিষয়ে শিক্ষকরা প্রতিবাদ জানিয়েছেন। এতে প্রধান শিক্ষকের ওপর দায় চাপান তারা।

প্রধান শিক্ষক গোলাম রব্বানী খান বলেন, আমার প্রতিষ্ঠান বন্ধ রাখি, আর খোলা রাখি, সেটা আমার ব্যাপার। সরকারের সব সিদ্ধান্ত মেনে স্কুল চালাতে পারব না।

আরও পড়ুন : সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীমুর রহমান বলেন, তার বিরুদ্ধে ইতোঃপূর্বে অনেক অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড