• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোটরসাইকেল চালানো শেখা হলো না ২ ছাত্রের 

  যশোর প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ০৯:১৩
যশোর
সড়ক দুর্ঘটনা (ছবি: প্রতীকী)

যশোর-মাগুরা সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলো- মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন হোসেন (২২) এবং আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে সবুজ হোসেন (১৯)। তারা দুই জনে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে তারা দুইজনে পালসার মোটরসাইকেল নিয়ে ডাবয়রা মাঠে চালানো শিখতে যায়। এ সময় মোটরসাইকেলটি খেঁজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনের মাথায় মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন : সিরাজগঞ্জে পিকআপ ভ্যান-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিহত সবুজ মিয়ার ফুফাতো ভাই মিলন হোসেন জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ইছালী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর ফাঁড়ির ইনচার্জ এসআই রকিব হোসেন ময়না তদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড