• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে প্রাণ গেল শিক্ষক-ছাত্রসহ ৪ জনের

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ১২:১৩
হাসপাতাল
দুর্ঘটনার পর হাসপাতালে মাদরাসার শিক্ষক-ছাত্ররা (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষক-ছাত্রসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন ছাত্র।

রবিবার (১৫ মার্চ) ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের বেগুনবাড়ী মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদ (২৭), ওই মাদরাসার ছাত্র নেত্রকোনা জেলার বাসিন্দা ইমরান হাসান (১৬), ময়মনসিংহের ইয়াসিন আরাফাত (১৫) ও ইলিয়াস হোসেন (১৭)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ময়মনসিংহের বেগুনবাড়ী মাদরাসার শিক্ষার্থীরা নওগাঁয় কোনো অনুষ্ঠান শেষ করে রিজার্ভ বাসযোগে ফিরছিলেন। তাদের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসা ছাত্র নিহত হয়। আহত হয় ছাত্রশিক্ষকসহ অন্তত ১৫ জন।

আরও পড়ুন : ঝিনাইদহে মুকুলে ভরে গেছে আম বাগান

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাদরাসার শিক্ষক খালেদ মাহমুদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৩ থেকে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ইলিয়াস হোসেন নামে আরও এক ছাত্র নিহত হন।

ওডি/জেএস/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড