• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গৌরনদীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত, আহত ৩

  বরিশাল প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ১২:৫৮
আগুন
আগুনে পুড়ে যাওয়া দোকানঘর (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত ও দুইটি দোকান আংশিক পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ তিনজন আহত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন।

এ দিকে, অগ্নিকাণ্ডের সময় বরিশাল-ঢাকা মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ বাসস্ট্যান্ডে নয় দিনের মাথায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় শঙ্কিত ব্যবসায়ীরা।

গৌরনদী ফায়ার স্টেশনের সাব-অফিসার আব্দুস ছালাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার রিপন ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : বঙ্গবন্ধু সেতুতে ট্রাক চাপায় নিহত ১

এরই মধ্যে অগ্নিকাণ্ডে রিপন ইলেকট্রনিক্স, জাহাঙ্গীর হোসেনের ব্যাটারি চার্জ ও মাইকের দোকান, নুরু উদ্দিনের মুদি দোকান, কালুর ফলের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া তাজুল ডেকোরেটর, আ. রব খানের চায়ের দোকান আংশিক পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার স্টেশনের ফায়ার কর্মী মাসুম বিল্লাহসহ তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মো. হারিছুর রহমান ও ইউএনও ইসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড