• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫ বছর পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন মেয়ে

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১২ মার্চ ২০২০, ০৪:৫১
হস্তান্তর
আমেনা বেগমকে তার মেয়ের কাছে হস্তান্তরকালে ত্রিপুরাস্থ ভারতীয় সহকারী কমিশনের কর্মকর্তারা (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা থেকে হারিয়ে যাওয়ার ৫ বছর পর মোমেনা আক্তার খুঁজে পেয়েছেন তার মা আমেনা বেগমকে (৫৫)।

এর আগে ২০১৫ সালের আগস্ট মাসে হারিয়ে যান আমেনা বেগম। ওই সময় অনেক খোঁজাখুঁজির পরও কোথাও তার সন্ধান মেলেনি।

বুধবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে আমেনা বেগম নামে ওই নারীকে তার মেয়ের কাছে হস্তান্তর করেছে ত্রিপুরাস্থ ভারতীয় সহকারী কমিশনের কর্মকর্তারা। এ সময় দীর্ঘদিন পর মাকে ফিরে পেয়ে মেয়ে মোমেনা আক্তারসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

আমেনা বেগম ঢাকার তেজগাঁও ১ নম্বর রেলগেটের ‘রহমত আলম ইসলামিক মিশন এতিমখানা’ এলাকার মৃত মোখলেসুর রহমানের মেয়ে।

জানা যায়, মানসিক ভারসাম্যহীন আমেনা বেগম ঢাকার ‘তেজগাঁও ইসলামিক মিশন এতিমখানা’ এলাকা থেকে ২০১৫ সালের আগস্ট মাসে হারিয়ে যান। পরবর্তীকালে ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বিশালগড় থানা পুলিশ তাকে উদ্ধার করে। এরপর একই বছরের ২৪ আগস্ট তারা আমেনা বেগমকে আগরতলাস্থ নরসিংগড় মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতালে হস্তান্তর করে। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ-স্বাভাবিক হয়ে ওঠেন আমেনা।

সবশেষে বুধবার ত্রিপুরাস্থ ভারতীয় সহকারী কমিশনের কর্মকর্তারা তাকে মেয়ে মোমেনা আক্তারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন : ভালুকায় গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে সাজা

এ সময় ত্রিপুরায় নিযুক্ত সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. জাকির হোসেন, দ্বিতীয় সচিব এস এম আসাদুজ্জামান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের নড়াইল জেলা সভাপতি সৈয়দ খাইরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড