• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালুকায় গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

১১ মার্চ ২০২০, ২৩:৫২
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ইউএনও মাসুদ কামালসহ অন্যরা (ছবি : দৈনিক অধিকার)

গোপন সংবাদে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল তাদের পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলো- পাড়াগাঁও গ্রামের মৃত আনিছ খানের ছেলে আব্দুল কাদের খান (৭২), একই এলাকার আব্দুল হামিদের ছেলে মো. মোবারক হোসেন (৩৫) ও হামিদ হোসেনের স্ত্রী লাকী (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল দুপুরে ওই এলাকায় অভিযান চালান। ওই অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল গাঁজাসহ আটক লাকিকে দুই বছর এবং মোবারক হোসেন ও আব্দুল কাদের খানকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

আরও পড়ুন : অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামাল দৈনিক অধিকারকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের সঙ্গে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তিনজনকে আটক করা হলে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাকীকে দুই বছর ও বাকি দুজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড