• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে শিক্ষিকার হাত বিচ্ছিন্ন, আহত ১৫

  গোপালগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ১৬:৪১
হাসপাতাল
আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষা সফরে আসা বাসের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে গোপালগঞ্জে ফাহিমা বেগম (৫০) নামে এক শিক্ষিকার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একই দুর্ঘটনায় ওই বাসটিতে থাকা অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

পরে গুরুতর অবস্থায় ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সকলে ঢাকার কাকরাইলের ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের’ শিক্ষক ও শিক্ষার্থী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার দৈনিক অধিকারকে জানান, মঙ্গলবার ঢাকার কাকরাইলের ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের’ ওই শিক্ষকসহ শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শিক্ষা সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এতে ‘উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের’ পৌরনীতি বিভাগের শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে হাত বিচ্ছিন্ন হওয়া ওই শিক্ষিকাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ৩০ লাখ টাকার লোভে মেয়ের বলি দেখলেন বাবা

এ দিকে, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড