• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে ৭ লাখ টাকাসহ ভুয়া ভিসা অফিসার আটক

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ০৪:৩৯
প্রতারক
আটককৃত প্রতারক ( ছবি : দৈনিক অধিকার )

ঢাকার ডেমরা থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। তার নাম রাজন মাহমুদ।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

আটককৃত রাজন মাহমুদ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চাঁনপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, রাজন মাহমুদ নিজেকে আমেরিকা ও ইউরোপের ভিসা অফিসার হিসেবে পরিচয় দিত। বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করাই তার পেশা ও নেশা। এমন একটি অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে নগদ ৭ লাখ ১৯ হাজার ১৩০ টাকা, ৩টি আমেরিকান ১০০ ডলারের নোট, ৩টি ভারতীয় ১০ রুপির নোট, ১টি ইন্দোনেশিয়ান ২ হাজার রুপিয়া নোট, ৪টি পাসপোর্ট,৩০টি ভুয়া ভিজিটিং কার্ড ও ৪টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শেরপুরে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে ১৫০ শয্যা প্রস্তুত

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযুক্ত রাজন এসএসসি পাস না করেও নিজেকে একজন ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে ‘আমেরিকান সেন্টারের’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে লোক পাঠানোর প্রতারণা করে আসছে সে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড