• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নান্দাইলে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

  ময়মনসিংহ প্রতিনিধি

০৯ মার্চ ২০২০, ১৯:০৬
আগুন
আগুনে পুড়ে যাওয়া দোকানঘর (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চর উত্তর বন্দ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে আট ব্যবসা প্রতিষ্ঠানসহ আংশিক পুড়ে গেছে আরও বেশ কয়েকটি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

রবিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চর উত্তর বন্দ বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ফিরোজ আলী (হনু মেম্বার), রুকন উদ্দিন, আবদুল ওয়াহাবের দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আর পাশের কয়েকটি দোকানের কোনো মালামালই উদ্ধার করা সম্ভব হয়নি। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা তাদের।

আরও পড়ুন : হাতীবান্ধায় করোনা প্রতিরোধী সচেতনতামূলক সভা

নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক এর সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড