• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সীগঞ্জে ১৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

০২ মার্চ ২০২০, ১৬:১১
কারেন্ট জাল
পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে কারেন্ট জাল (ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. আতিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও শতাধিক নৌ পুলিশ অভিযানে অংশ নেয়।

রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (২ মার্চ) সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চলে।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতের আঁধারে অবৈধ কারেন্ট জাল তৈরি করে থাকে এমন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৩ কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল, সুতার ববিন ৪ লাখ ২২ হাজার ৬শ মিটার ও লোহার রোল ৬টি জব্দ করা হয়।

আরও পড়ুন : মির্জাগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

এর মধ্যে আট কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার ববিন ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বাকি পাঁচ কোটি মিটার কারেন্ট জাল নিয়মিত মামলা দায়ের করার জন্য আলামত হিসেবে জব্দ করে রাখা হয়েছে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড