• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে মধ্যরাতে পুলিশের মোটরসাইকেল মহড়া

  ভৈরব প্রতিনিধি

০১ মার্চ ২০২০, ১২:০২
কিশোরগঞ্জ ভৈরব
পুলিশের মহড়া (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে অপরাধ দমনে মধ্যরাতে মোটরসাইকেল বহর নিয়ে শহরের বিভিন্ন সড়কে মহড়া করেছে ভৈরব থানা পুলিশ।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভৈরব থানার ওসি মো. শাহীনের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালনা করেন ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার। এ সময় তার সাথে অভিযানে অংশগ্রহণ করেন এসআই জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশের এ বিশেষ মহড়া অপরাধ দমনে শহরের রেলওয়ে স্টেশন এলাকা, পলাশের মোড়, নাটালের মোড়, মুসলিমের মোড়, স্টেডিয়াম, চন্ডিবের, জগন্নাথপুরসহ শহরের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন লোকজনকে তল্লাশি করা হয়।

ভৈরব শহরের জনগণ বলেন, শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে পুলিশের দৈনন্দিন ডিউটির পাশাপাশি নিয়মিত এ মহড়া চালু রাখলে অপরাধীরা চুরি, ছিনতাই, জুয়া, মাদক সেবন ও পাচারকারী চক্র তাদের অপকর্ম করার সাহস পাবে না।

আরও পড়ুন : ঝালকাঠিতে সবজি চাষে স্বাবলম্বী

এ সময় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও ভৈরব থানার ওসি মো. শাহীনের ভূমিকার প্রশংসা করছেন ভৈরববাসী। এছাড়াও ভৈরব থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় অপরাধের মাত্রা অনেকটা কমে আসবে বলেও আশা রাখছেন ভৈরবের সাধারণ জনগণ।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড