• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে সড়কে ঝরল শিক্ষা কর্মকর্তার প্রাণ

  সারাদেশ ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৩
সড়ক দুর্ঘটনা
সিএনজির সঙ্গে রিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে (ছবি : প্রতীকী)

দ্রুতগামী সিএনজির সঙ্গে রিকশার সংঘর্ষে নোয়াখালীতে মো. জসীম উদ্দীন শেখ নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের মাইজদী পৌর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসীম উদ্দীন শেখের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তিনি ২০১৫ সালের অক্টোবর থেকে নোয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানান, সকালে মাইজদী পৌর বাজারে যান জসীম উদ্দীন শেখ। পরে বাজার শেষে সেখান থেকে রিকশায় বাসায় ফেরার সময় পেছন থেকে দ্রুতগামী একটি সিএনজি তার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

আরও পড়ুন : খোকসায় অবৈধভাবে বেড়িবাঁধ ও সড়কের পাশের গাছ কর্তন

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীকালে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উপজেলা শিক্ষা কর্মকর্তা জসীম উদ্দীন শেখকে মৃত ঘোষণা করেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড