• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধামরাইয়ে বাসচাপায় বৃদ্ধকে হত্যার অভিযোগ

  সাভার প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫
মরদেহ
নিহত হাফিজ উদ্দিনের মরদেহ (ছবি : দৈনিক অধিকার)

ধামরাইয়ে হাফিজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধকে বাসচাপা দিয়ে হত্যার পর তার মরদেহ নির্জন জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ষোলাকুড়া এলাকার আঞ্চলিক একটি সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাফিজ উদ্দিন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মৃত মো. শমেজ উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে মোহাম্মদ রহিজ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ইসরাফিল প্রতিদিন তার বাড়ির সামনে নিজ মালিকানাধীন একটি বাস পার্কিং করে রাখে। বৃহস্পতিবার সকালে বাসটি বের করার সময় তার বৃদ্ধ বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে তার বাবার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে বাসচালকসহ কয়েকজন তার বাবার মরদেহটি ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ষোলাকুড় এলাকার একটি রাস্তার পাশে নির্জন জঙ্গলে ফেলে দেয়। পরে দুপুরের দিকে জঙ্গল থেকে তার বাবার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

আরও পড়ুন : যশোর সীমান্তে ফেনসিডিলসহ কারবারি আটক

এ দিকে ঘটনার পর থেকেই বাসের মালিক ইসরাফিল পলাতক রয়েছে। তার বাড়িতে গিয়েও ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/নূর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড