• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮
চুয়াডাঙ্গায়
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা (ছবি : দৈনিক অধিকার)

মুজিব শতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শহর জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ এ প্রতিপাদ্যে অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন জায়গার ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। অতিথিরা নিজ হাতে এসব ব্যানার ফেস্টুন অপসারণ করেন।

এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, আমাদের নিজেদের গ্রাম, নিজেদের শহর নিজেদেরই পরিষ্কার রাখতে হবে। জেলা প্রশাসন কিংবা পৌরসভার দিকে তাকিয়ে না থেকে সবার নিজ নিজ জায়গা থেকে নিজ উদ্যোগে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। তবেই আমরা সুন্দর শহর গড়ে তুলতে পারব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, প্রমুখ।

পরে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জন সাধারণের মধ্যে শহর-গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড