• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ

  খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া

২২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৫
মোটরসাইকেল
ওরস কাফেলার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে (ছবি : প্রতীকী)

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে দুইজন এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে খোকসা উপজেলার হেলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৬টার দিকে খোকসার হেলালপুরে ওরস কাফেলার একটি যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী সড়কে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় কুষ্টিয়ার অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে ওই বাসটির সংঘর্ষ ঘটে। এতে এসএসসি পরীক্ষার্থী আরিফ (১৯), কাসেম (২০) ও নবম শ্রেণির ছাত্র আবু তালহা (২০) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

এ দুর্ঘটনায় পরীক্ষার্থীদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি বাস নিয়ে পালানোর সময় খোকসা মডেল টাউন এলাকা থেকে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল আলম দৈনিক অধিকারকে বলেন, ‘আহতদের মধ্যে নবম শ্রেণির শিক্ষার্থী আবু তালহার মাথায় ও বুকে আঘাত লাগায় তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দেয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

আরও পড়ুন : মিসকলের সূত্রে প্রেম, বগুড়ায় এসে ধর্ষণের শিকার তরুণী

এ দিকে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এসআই জহির দৈনিক অধিকারকে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড