• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষে সরকার নতুন শিল্প কারখানা চালু করবে : শিল্প প্রতিমন্ত্রী

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৭
আশুগঞ্জ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার (ছবি : দৈনিক অধিকার)

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে সরকার নতুন নতুন শিল্প কারখানা চালু করতে যাচ্ছে। আমাদের অনেকগুলো শিল্প কারখানা বন্ধ ছিল ইতোমধ্যে সেগুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বর্তমানে আশুগঞ্জ সার কারখানাটির যে নাজুক অবস্থা রয়েছে তা থেকে উত্তরণের জন্য কারখানাটির নষ্ট ও পুরনো যন্ত্রপাতি পুনঃস্থাপন করা হবে। তারপরেও যদি কোনো পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে নতুন সার কারখানা স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি বিদেশ থেকে কোনো ধরনের সার আমদানি করতে না হয় সেজন্য সকলকে দেশীয় সার উৎপাদন বাড়ানোর জন্য তাগিদ দেন তিনি।

আরও পড়ুন : ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে আর পিছিয়ে থাকবে না’

এ সময় উপস্থিত ছিলেন- বিসিআইসির চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম, আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম বাকিসহ অনেকে।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড