• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশে মাদকসেবীর সংখ্যা ৭০ লাখ : সিলেট রেঞ্জের ডিআইজি

  মৌলভীবাজার প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৫
ডিআইজি
প্রধান অতিথির বক্তব্যকালে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান (ছবি : দৈনিক অধিকার)

মাদকের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। জঙ্গিবাদকে নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত মাদককে নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে সাড়া দেশে এখন মাদকসেবীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখের কাছাকাছি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মৌলভীবাজার মডেল থানায় আয়োজিত ‘এসো আলোর পথে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ব্যক্তি জীবন ও সমাজের জন্য প্রধান সমস্যা মাদক। পাশাপাশি দেশের জাতীয় অর্থনীতিতেও মাদক একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সময় মাদক নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার সদর উপজেলার পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, এ দিন অনুষ্ঠানে পুলিশের কাছে ১৭ জন মাদকসেবী আত্মসমর্পণ করে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড