• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশেষজ্ঞ সেজে রোগীর চিকিৎসা, ভুয়া ডাক্তার আটক

  ফেনী প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৯
আটক
আটক ভুয়া চিকিৎসক নেজাম উদ্দিন (ছবি : দৈনিক অধিকার)

বিশেষজ্ঞ সেজে রোগীর চিকিৎসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ফেনীতে নেজাম উদ্দিন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের ট্রাংক রোডস্থ ‘জননী ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নেজাম উদ্দিন জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মো. ইদ্রিছের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফেনীর বিভিন্ন স্থানে ‘ডাক্তার’ উপাধি নিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। বুধবার গোপন সংবাদে ভুয়া ডাক্তার ধরতে ফেনী শহরের ট্রাংক রোডস্থ ‘জননী ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় বিশেষজ্ঞ না হয়েও একজন রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করছিলেন নেজাম উদ্দিন। পরে র‌্যাব তার কাছে চিকিৎসা বিষয়ক সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি সংশ্লিষ্ট কিছু দেখাতে পারেননি।

আরও পড়ুন : গোপালগঞ্জে সড়কে ঝরল শিক্ষিকার প্রাণ

একপর্যায়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শরফুদ্দিন মাহমুদের উপস্থিতিতে ওই চেম্বারে তল্লাশি চালিয়ে দুইটি প্যাডসহ একটি ব্লাড প্রেশার মাপার যন্ত্র, একটি স্টেথোস্কোপ, ২৮টি ফাইল কভার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও র‌্যাব সূত্রে জানা গেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড