• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষকের মৃত্যু

  সাতক্ষীরা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১১
নিহত শিক্ষক
নিহত শিক্ষক (ছবি : দৈনিক অধিকার)

সাতক্ষীরায় অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় আশুতোষ সাধু নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষক সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বিষন্নপদ সাধুর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের জিনিসপত্র লুটপাট করার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি রাতে অজ্ঞানপার্টির সদস্যরা শিক্ষক আশুতোষ সাধুর বাড়িতে এসে তাদের খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাদ্য খেয়ে রাত ৯টার দিকে আশুতোস সাধু ও তার স্ত্রী ঝর্না সাধু এবং তার মেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১১টার দিকে চার থেকে পাঁচজন অজ্ঞানপার্টির সদস্য আশুতোষ সাধুর ঘরে প্রবেশ করে তাদের জিনিসপত্র লুটপাট করার সময় আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না তাদের দেখতে পান।

এক পর্যায়ে আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না লুটেরাদের বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে তিনি দেখতে পান তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন আশুতোষ সাধুর স্ত্রী ঝর্ণা ও তার মেয়ে। রাতেই তাদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ সাধুর অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে খুলনা মেডিকেল হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়। এরপর রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান বলে তার পরিবার জানায়। তবে, তার স্ত্রী ও মেয়ে বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি জানান, অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় আশুতোষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার-বীজ বিতরণ

এ ব্যাপারে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে আশুতোষ সাধুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড