• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

  খুলনা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩
খুলনা
অগ্নিকাণ্ডে মৃত্যু (ছবি: দৈনিক অধিকার)

খুলনায় পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার শ্মশান ঘাট এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধা ভিক্ষুক (৬৫) মারা গেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১২টার দিকে হরিণটানার শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে আগুন লাগে। খবর পেয়ে খুলনা সদরের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

হরিণটানা থানার ওসি আশরাফুল আলম বলেন, আগুন নেভানোর পর ওই বৃদ্ধার মরদেহ পুলিশের নিকট হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তার নাম বা পরিচয় পাওয়া যায়নি। স্থানীরা জানিয়েছেন, তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। শ্মশান ঘাট এলাকায় একটি কুঁড়েঘরে একা বসবাস করতেন।

অপরদিকে নগরীর পশ্চিম রূপসা এলাকায় কোকাকোলা গোডাউনের পাশে একটি কাঠের আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১টার দিকে ওই কাঠের আড়তে আগুন লাগে। খবর পেয়ে টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানের আগুন নিয়ন্ত্রণে আসেনি।

খুলনার দিঘলিয়া উপজেলার জামান জুট মিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ১৪ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত ১টার দিকে জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে খুলনা স্থল-কাম নদীর সাইট স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কায়েমুর জামানের নেতৃত্বে সেখানে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানের আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড