• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাটোরে সড়কে ঝরল প্রধান শিক্ষকের প্রাণ

  নাটোর প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩
প্রধান শিক্ষক
নিহত প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু (ছবি : দৈনিক অধিকার)

দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নাটোরে মিনহাজুর রহমান মিঠু (৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ময়েন উদ্দিন বাবু নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলার সিংড়া উপজেলাধীন নাটোর-সিংড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক মিঠু সিংড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার নিংগইন গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

অপরদিকে আহত ময়েন উদ্দিন বাবু একই উপজেলার সারদা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু মোটরসাইকেলযোগে ময়েন উদ্দিন বাবুর সঙ্গে ডিপিএড প্রশিক্ষণের জন্য সিংড়া থেকে নাটোর শহরের পিটিআইতে যাচ্ছিলেন। পথে নাটোর-সিংড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠুকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে সহকারী শিক্ষক ময়েন উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে প্রধান শিক্ষকের অপমানে স্কুলছাত্রীর বিষপান

ঘটনার সত্যতা স্বীকারে করে সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড