• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯

  ঠাকুরগাঁও প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০২
ঠাকুরগাঁও
বয়লার বিস্ফোরণ (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ওই ইউনিয়নের রাজাগাঁও গ্রামে ভাই ভাই হাসকিং মিলে এ ঘটনা ঘটে।

নিহত সলেমান আলী রাজাগাঁও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

আহতরা হলেন- মিল মালিক রুহুল আমিন(৬৫), তার ছেলে জহরুল ইসলাম (৪৫), মিলের শ্রমিক সহুল আলম সনু (৬০), মনতাজ রহমান (৫৫), বাদল (২৮), বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮), পথচারী আরিফ(১৫), আলম (৪৫), আরফিনাসহ (১৬) কমপক্ষে ৯ জন ঝলসে গিয়ে আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে চৌরঙ্গী এলাকার রুহুল আমিনের হাসকিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ করছিল। ওই সময় সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন ধরাচ্ছিল। এ সময় হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হন সলেমান আলী। পরে এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : বুড়িমারীতে সিলোকোসিসে শ্রমিক নেতার মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুহিনা থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড