• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভালুকায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩, আটক ২

  ভালুকা প্রতিনিধি, ময়মনসিংহ

১৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১
আহত
হামলায় আহতদের একজন (ছবি : দৈনিক অধিকার)

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রতিপক্ষের হামলায় দুইজন নারীসহ তিনজন আহত হয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিরুনীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আটকরা হলেন- বিরুনীয়া গ্রামের মো. সুরুজ মিয়া (৫৫) ও মো. ওয়াসিম মিয়া (২৫)।

থানায় লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, বিরুনীয়া গ্রামের আমির হোসেনের সঙ্গে হানিছ মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিরুনীয়া বাজারে হানিছ লোকজন নিয়ে আমির হোসেনের ভগ্নিপতি আব্দুল কাদিরকে (৪৫) মারধর করে।

পরে ওই রাতে আবারও আমিরের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। এ সময় আমিরের স্ত্রী লিপা আক্তার (৩৫) ও তার জা আছমা (৩৩) আহত হন। আহতাবস্থায় তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আমিরের স্ত্রী লিপা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী লিপা আক্তার বলেন, ‘হানিছ, সুরুজ, জামাল, জসিম ও ওয়াসিমসহ ১৪ থেকে ১৫ জন আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিলে তারা আমাদের আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত ওয়াসিম জানান, জমির সীমানা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিন্তু লুটপাটের ঘটনাটি সঠিক নয়।

আরও পড়ুন : ভোলায় বিধবাকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন দৈনিক অধিকারকে জানান, এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড